হে নবী মুহাম্মদ রাসূল
বিশ্বজুড়ে ধ্বংস লীলায়
ধরনী পাপে যখন ভরা
পৃথিবী তখন তাকিয়ে ছিল
পেতে নূরের তারা
সৃজনপতি সৃজন কর্তা
ধরায় দিলেন আলোক বার্তা
রহমতের চাঁদ,একটি সংসংবাদ,
রবিউল আউয়াল ১২ তারিখ
মর্ত্য জুড়ে নূরের আলো
ফুটলো একটি নতুন ফুল
তিনি মুহাম্মদ রাসূল।
শ্রেষ্ঠ তিনি প্রিয় নবী
দুনিখিলের প্রাণের ছবি
উম্মত উম্মত বলে যিনি
কাঁদলেন সারা জীবন
তাহার তরে উৎসর্গ কর
মায়ার এই ভূবন।
মাটির মানুষ
মাটির মানুষ মাটির দেহ
মাটিতে হবে কবর
২০৬ ভাব তরঙ্গে
নেই কেন তার খবর।
অন্য জীবের জন্ম হলে
তখনই চলাফেরা করে
মানবের জন্ম হলে
তখন সে চলতে নাহি পারে
মাটির মানুষ শ্রেষ্ঠ বলে
ছোট থেকে বড় করে।
মানুষের এত মেধা
যাহার ভেতর মালিক সদা
প্রেম খেলাতে বিরাজমান,
পাঁচ বসে দিদারের হাট
তাতে নাই সন্ধিহান।
রুহ মানে খোদার আদেশ
মাটির দেহে হয় প্রবেশ
আশা যাওয়ার এই ক্ষণে
মানুষ করে না কেন হিসাব নিকেশ।
Be the first to comment on "মাহবুব আলম জয়ের দুটি কবিতা"