টংগিবাড়ী : মুন্সীগঞ্জ টংগিবাড়ী উপজেলার সভ্যতার আলো পত্রিকার ফটো সাংবাদিক ও বিক্রমপুর প্লাস টিভির কর্নধার মোঃ সিফাত ইসলাম সিপু চোকদার (২৫), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যৃ বরন করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন) ।তিনি উপজেলার পাঁচগাও ইউনিয়নের গনাইসার গ্রামের অাঃ রশিদ চোকদারের ছেলে । তাকে গত ১১ই এপ্রিল বৃহস্পতিবার টংগিবাড়ী উপজেলার সিদ্বেশ্বরী বাজারে নিজ দোকানে বসা অবস্থায় সকাল ১০টায় সময় বিষধর সাপে ছোবল দেয় ।
ওই সময় টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সাপের ভ্যাকসিন না থাকায় তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ও সাপের কামড় এর ভ্যাকসিন না থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করেন এবং অবস্থার অবনতী দেখে তাৎক্ষনিক চিকিৎসা দিয়ে আই সি ইউ তে রাখেন। আই সি ইউ তে থাকা অবস্থায় গতকাল ১৫ই এপ্রিল রাত ১১টা সময় মৃত্যু বরন করেন। ১৬ এপ্রিল মঙ্গলবার বাদ যোহর সিদ্বেশ্বরী মাঠে জানাযা শেষে সিদ্বেশ্বরী কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে টংগিবাড়ী প্রেস ক্লাব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
Be the first to comment on "শোক সংবাদ।। সাংবাদিক সিফাতের মৃত্যুতে টংগিবাড়ী প্রেসক্লাবের শোক"