স্টাফ রিপোর্টার : শিশু একাডেমী আয়োজিত নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্য দল থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ নির্বাচিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে তাদেরকে শ্রেষ্ঠ হওয়ার ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা শিশু একাডেমী মুন্সীগঞ্জ আয়োজিত জাতীয় সাংস্কৃতিক ও শিশু নাট্য প্রতিযোগিতায় নাটক : একুশের ভাবনা । রচনা ও নির্দেশনায় : রিতিক দাস অভি, শ্রেষ্ঠ নাট্যদল —-থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ,শ্রেষ্ট,নির্দেশক :রিতিক দাস অভি, শ্রেষ্ঠ অভিনেতা – সিমান্ত দাস,শ্রেষ্ঠ অভিনেত্রী—অদিতি দাস। এছাড়াও দল সমন্বয়কারী ছিলেন – সুদীপ দাস, আল মামুন,জিতু রায়, নির্দেশকের উপদেষ্টা ছিলেন শিশির রহমান, সাব্বির হোসাইন জাকির।
Be the first to comment on "মুন্সীগঞ্জে নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হলো থিয়েটার সার্কেল"