শিরোনাম

মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত

স্টাফ রিপোর্টার:  মুন্সীগঞ্জে  বণ্যাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১লা বৈশাখ উদযাপন করা হয়েছে। (১৪ এপ্রিল)  রবিবার সকাল সাড়ে ৭ টায়  জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। শোভাযাত্রা শেষে জেলা কারেক্টরেট মাঠে পান্তা, ভরতা ইলিশের আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে শোভাযাত্রায় অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা: হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফারুক আহম্মেদ সহ পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসনের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

র‌্যালীতে মুন্সীগঞ্জ পৌরসভার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকগণ নানা রঙ বেরঙের কাপড় পড়ে অংশ নেয়। অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন সমুহ।

এছাড়াও সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত"

Leave a comment

Your email address will not be published.


*