নাজমুল মোল্লা সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখান উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে রবিবার সকাল ৯টায় ১লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি সিরাজদিখান সিনেপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে ইউএনও পার্কে গিয়ে শেষ হয়। এরপর পান্তা খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
Be the first to comment on "সিরাজদিখানে পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান"