শিরোনাম

জাপানে পহেলা বৈশাখ উদযাপন

জাপান প্রতিনিধি: জাপানের সাইতামা প্রিফেকচারের মিসাতো উদ্যানে পহেলা বৈশাখ উদযাপন  করা হয়েছে। (১৪ এপ্রিল) মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান আয়োজিত এই অনুষ্ঠানে বাদল চাকলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এন ইসলাম নান্নু,

উপদেষ্টা খন্দকার ইসলাম হীরা, উপদেষ্টা জুয়েল আহ্সান কামরুল, নাজমুল রতন, রাহমান মনি, সাবেক সভাপতি নূরে আলম, মো. মিঠু, দেলোয়ার হোসেন, মীর রেজাউল করিম, রনি খান, শেখ রনি, মোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন, মাসুদ পারভেজ, আফতাব উদ্দিন, ইকবাল হোসেন, মো. আজাদ, মোল্লা দেলোয়ার, মোল্লা আলমগীর, ওয়াহিদুল হক মোল্লা, রেখা রহমান, ফেরদৌস স্বাধীন, মো. লিটন, মো: মো: সালমান হোসেন ও খসরু আলম সহ কয়েক শত জাপান প্রবাসী অংশগ্রহণ করে।

 

Be the first to comment on "জাপানে পহেলা বৈশাখ উদযাপন"

Leave a comment

Your email address will not be published.


*