সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজদিখানেরে শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ । গ্রেফতারকৃত আবু সাইদ স্বাধীন সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের মো.আসলাম মিয়ার পুত্র । বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় কেয়াইন ইউনিয়নের কাউয়ামারা এলাকা হতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয় ।
শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই মো.হাসান আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আবু সাইদ স্বাধীনের দেহ তল্লাশী করে ৫১ পিস ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং কোর্টহাজতে প্রেরন করা হয়েছে । সে একাধিক মাদক মামলার আসামী এবং এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী ।
Be the first to comment on "সিরাজদিখানে মাদক ব্যবসায়ী গ্রেফতার"