শিরোনাম

মুন্সীগঞ্জে রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন

নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন হয় মুন্সীগঞ্জে। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয।

স্টাফ রিপোর্টার:  ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মিরেশ্বরাই প্রভিভাবান সংগঠন এই মানববন্ধন কর্মসূচির উদ্যোগ নেয়।

নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন হয় মুন্সীগঞ্জে। এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

এতে মানববন্ধনে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলা  সভাপতি শ.ম.কামাল হোসেন, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ  সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির,  মিরেশ্বরাই প্রভিভাবান সংগঠনের সভাপতি মো. সুমন মিয়া, সাধারণ সম্পাদক রমজান হোসেন প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার তীব্র প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তি দাবি জানাই। এরকম নেক্কারজনক কাজের বিচার না হলে প্রতিনিয়ত অপরাধ বেড়ে যাবে। আমরা দ্রুত রাফির হত্যাকারীদের বিচারের দাবি জানাচ্ছি।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*