স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ পৌরসভাস্থ কাটাখালি বাজারে অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে সেখানকার আসলাম সুইটস নামে প্রতিষ্ঠানে এ অভিযান চালায়। এ সময় মাঠার বোতল ও রসমালাইয়ের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ, পরিমাণ, উপাদান ও এমআরপি উল্লেখ না থাকায় আসলাম সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়।অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যাবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত স্টিকার,লিফলেট প্যাম্পলেট বিতরণ এবং আইন মেনে চলতে উদ্বুদ্ব করি হয়। বাজারে অভিযানে সহযোগীতা করেন সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জামাল উদ্দিন মোল্লা।
—— সভ্যতার আলো
Be the first to comment on "মুন্সীগঞ্জে আসলাম সুইটসকে জরিমানা"