মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ যুবক মোঃ ফয়সাল (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের রজ্জব আলীর ছেলে ফয়সাল। ৩১ মার্চ দেওয়ানবাজার এলাকায় ফয়সালসহ রিকশাচালক রুহুল আমিন (৪৫) গুলিবিদ্ধ হয়।
ঘটনার ১০ দিন পর বুধবার সন্ধ্যার দিকে ফয়সালের মৃত্যুর খবর জেলা পুলিশ সুপার জায়েদুল আলম নিশ্চিত করেছেন। ৩ এপ্রিল হরগংগা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ রিয়াদকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, এই ঘটনায় দুই দিন পর সদর থানায় হত্যাচেষ্টা মামলা হয়। এখন তার মৃত্যু হওয়ায় এটি হত্যা মামলা হবে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) সালাউদ্দিন গাজী জানান, এই ঘটনায় দুই দিন পর ফয়সালের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা করেন। এখন ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হবে। তবে এখন পযন্ত কাউকে আটক করা যায়নি।
উল্লেখ্য ৩১ মার্চ উপজেলা নির্বাচনের ভোট গ্রহন শেষে দেওয়ান বাজার এলাকায় পূর্ব-শত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন স্থানীয় ইউপি সদস্য সরদার রুবেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রুবেল দৌড়ে পালিয়ে গেলেও সেখানে দাঁড়িয়ে থাকা যুবক ফয়সাল ও রিকশা চালক রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। পরে আশংকাজনক অবস্থায় উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঈনউদ্দিন সুমন/আজকের পত্রিকা
Be the first to comment on "মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু"