শিরোনাম

লৌহজংয়ে পরীক্ষা দেয়া হলো না আছিয়ার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ক্লাস পরীক্ষা দিতে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের চাপায় আছিয়া সৈয়াল নামে নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া বাজারের বেইলী সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আছিয়া নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার নবম শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার আলমগীর সৈয়ালের মেয়ে।

এ ঘটনায় ঘাতক  ট্রাকটিকে জব্দ ও চালক দ্বীন মোহাম্মদকে আটক করেছে লৌহজং থানা পুলিশ।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নওপাড়া উচ্চ বিদ্যালযয়ে ক্লাস পরীক্ষা দিতে যাচ্ছিল আছিয়া । সে নওপাড়া বাজারের সামনে বেইলী সেতুতে উঠে। এ সময় বিপরীত দিক থেকে একটি ইটবাহী ট্রাকও সেতুতে উঠে যায়। বেইলি সেতুটি সরু হওয়ায় ট্রাকটি আছিয়াকে সেতুর রেলিংয়ের সঙ্গে চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলে রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর একটার দিকে সে মারা যায়।

 

এই ঘটনার পর দুপুর একটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করে এলাকাবাসী ও আছিয়ার সহপাঠীরা।

 

লৌহজং থানার অফিসার ইনচার্য মনির হোসেন জানান, ঘাটক ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

— ঢাকাটাইমস

 

Be the first to comment on "লৌহজংয়ে পরীক্ষা দেয়া হলো না আছিয়ার"

Leave a comment

Your email address will not be published.


*