শিরোনাম

ধলেশ্বরীর তীর থেকে রাইসমিলসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

মোজাম্মেল হোসেন সজল :   বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন মীরকাদিম পৌরসভা এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তিনটি রাইস মিল ও ৪টি স’মিলসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা করেছে।

সোমবার (৮ এপ্রিল) দুদিনব্যাপী অভিযানের প্রথমদিনে চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত গাছ ও কাঠ নিলামে ৭ লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়া পরিবেশ আইনে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানকালে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী, উপ-পরিচালক মো. শহীদুল্লাহ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বিআইডব্লিউটিএ’র জাহাজ অগ্রণী, একটি টাগবোট, একটি এক্সাভেটর (ভেকু), পুলিশ, নৌ পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক উচ্ছেদকর্মী উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, দুদিনব্যপী অভিযানের প্রথম দিনে তিনটি রাইস মিলের আংশিকসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জব্দকৃত গাছ ও কাঠ নিলামে ৭ লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া পরিবেশ আইনে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে নদী রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী বলেন, ‘রাজধানীর চারপাশের নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধ দখল রুখতে ওয়াকওয়ে, বনায়ন করা হচ্ছে।

 

 

Be the first to comment on "ধলেশ্বরীর তীর থেকে রাইসমিলসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ"

Leave a comment

Your email address will not be published.


*