শিরোনাম

সিরাজদিখানে ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল।। উত্তেজনা

সিরাজদিখান প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী। ইসলাম বিরোধী স্ট্যাটাস নিয়ে স্থানীয় ধর্ম প্রান মুসলমাদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

শনিবার বিকেল ৫ টায় উপজেলার বালুরচর চৌরাস্তায় এ বিক্ষোভের আয়োজন করে মাদীনাতুল উলূম ক্বওমী মাদ্রাসা এবং স্থানীয় এলাকাবাসী। এসময় তারা ইসলাম বিরোধী স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ফেইসবুকে ইসলাম বিরোধী পোষ্ট কারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে আগামী ৮ এপ্রিল স্থানীয় আলেম সমাজ বিষয়টি নিয়ে বিভিন্ন কর্মসূচী পালন করবেন বলে জানান মাদীনাতুল উলূম ক্বওমী মাদ্রাসার শিক্ষকরা।

 

জানা যায়, উপজেলার বালুরচর ইউনিয়নের খাসনগর গ্রামের আব্দুর রাজ্জাক মাদবরের পুত্র কুয়েত প্রবাসী ফয়েজ জাহাঙ্গীর তার ব্যক্তিগত ফেইসবুকে তিনি এবং তার পীর পূুত্রের ছবিসহ “বাকী খোদার ধার ধারী না আছি নগদ খোদা নিয়ে” (নাউজুবিল্লাহ) লিখে একটি স্ট্যাটাস পোষ্ট করেন। যার মাধ্যমে ইসলাম ধর্মের কটূক্তি ও চরম  অবমাননা  করা হয়েছে।  এনিয়ে স্থানীয় এলাকাবাসীসহ মসজিদ মাদ্রাসার আলেমদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

Be the first to comment on "সিরাজদিখানে ফেইসবুকে ইসলাম বিরোধী স্ট্যাটাস, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল।। উত্তেজনা"

Leave a comment

Your email address will not be published.


*