স্টাফ রিপোর্টার: সদরের ধলাগাঁও বাজার সংলগ্ন ইসলামিক জলসা ওয়াজ ও দোয়া মাহফিল হয়েছে।।শুক্রবার সন্ধ্যায় চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের আয়োজিত এই ওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর মোহাম্মদ মহিউদ্দিন।
এতে মোজানাজাত করেন ঢাকা চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের চেয়ারম্যান হুজুর দেওয়ান মো: সাইদুর রহমান সাইদাবাদী। এ সময় রামপাল চিশতিয়া সাইদিয়া দরবার শরীফের সভাপতি মো: আলী আহমেদ রাসেলের সভাপতিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মো: লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মো: ফয়সাল বিপ্লব । প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব মাওলানা মো: তোফাজ্জল হোসেন ভৈরবী, শায়খ আহমাদুর রহমান জামালী,আল্লামা আনোয়ার হোসেন জিহাদী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ, রামপাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: মোশারফ হোসেন মোল্লা, সাধারন সম্পাদক মো: হাকিম বেপারী ও মো: আক্তার হোসেন প্রমুখ। মাহফিল পরিচালনা করেন শেখ মনিরুজ্জামান রিপন।
এতে ওয়াজ ও দোয়া মাহফিলে সহ্রসাধিক ধর্মপ্রান মুসল্লী লোকের সমাগম ঘটে।
Be the first to comment on "রামপালে ইসলামিক জলসা ও দোয়া মাহফিল"