মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হয়ে গেল ভারতের কলকাতার বিখ্যাত নাটক “হিরু ডাকাত।”
শনিবার রাতে নাটকটি মঞ্চায়ন করে ভারতের কলকাতার বীজপুর চতুর্থসূত্র সাংস্কৃতিক চক্রের নাট্যকর্মীরা। নাটকটি রচনা করেছেন অমরেন্দ্র চক্রবর্তী। পরিকল্পনা ও নির্মাণ করেছেন বীজপুত্র চতুর্থসূত্রের কর্মীরা।
মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেলের আয়োজনে নাটকটি মঞ্চায়িত হয়। এতে মুন্সীগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নাটকপ্রিয় দর্শকেরা উপস্থিত ছিলেন।
— অবজারভার
Be the first to comment on "মুন্সীগঞ্জে মঞ্চস্থ হলো ভারতের নাট্যকর্মীদের নাটক “হিরু ডাকাত”"