শিরোনাম

সিরাজদিখানে শহীদদের স্মরণে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নাজমুল মোল্লা, সিরাজদিখান : সিরাজদিখানে স্বাধীনতা মাসের সকল শহীদদের স্মরণে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে হেল্থ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। বুধবার সকালে ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। উপজেলা মোড় আলাউদ্দিন কমপ্লেক্সের হাসপাতাল কক্ষে সকাল ১০ টা থেকে শুরু করে বিকাল ৫ পর্যন্ত প্রায় ২ শতাধিক বিভিন্ন ধরনের রোগীকে তারা ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন।

হাসপাতালের পরিচালক ইকবাল হোসেন জানান, প্রতি বছর স্বাধীনতা মাসে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ ও রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। এবারও তার ব্যাতিক্রম নয়। বাত-ব্যাথা, চর্ম-যৌন, মা ও শিশু, নাক-কান-গলাসহ অনেক চিকিৎসক রোগী দেখছেন। এছারা রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে।

এ সময় ডা. মো. আব্দুর রশিদ, ডা. দেবাশিষ কুন্ডু, ডা. হোসাইনসহ বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা সেবাদেন।

Be the first to comment on "সিরাজদিখানে শহীদদের স্মরণে ফ্রি চিকিৎসা সেবা প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*