মাহবুব আলম জয় : ইতিহাস ও ঐতিহ্যের ছোট্ট শহর এই মুন্সীগঞ্জ তথা বিক্রমপুর। ১৬৬০ খ্রীস্টাব্দে মোঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে বাংলার সুবেদার মীরজুমলা ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করেন- তৎকালীন ইদ্রাকপুর নামক স্থানে কেল্লাটি অবস্থিত বলে এর নামকরন করা হয় ইদ্রাকপুর কেল্লা।
ইদ্রাকপুর কেল্লা বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের ইতিহাসের একটি অনন্য নির্দশন। ইতিহাসের ধারাবাহিকতা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার প্রয়াসে একদল তরুণ কেল্লাটি নিয়ে নির্মিত করে তথ্যচিত্র ইদ্রাকপুর কেল্লা।
এটির নির্মাতা ডালিম রহমান বলেন, মুন্সীগঞ্জে ইতিহাস সকলের মাঝে তুলে ধরার লক্ষ্যে এই ডকুমেন্টারী তৈরি করা হয়েছে। ১৬৬০ সালে মীর জুমলা কর্তৃক নির্মিত ইদ্রাকপুল কেল্লা নিয়ে জানার আগ্রহের শেষ নেই। আমি বিশ্বাশ করি এটি সকলকে মুগ্ধ করবে।
নির্মাতা জানান, ২০১৪ সালে এই তথ্যচিত্রটির কাজ শুরু হয়- অল্প অল্প করেই এগুতে থাকে চিত্রগ্রহণ- অনেক সংযোজন-বিয়োজনের এবং তথ্যের সমন্বয়ে সর্বপরি ২০১৯ সালের ফেরুয়ারীতে সর্বশেষ ড্রোন ব্যবহার করে চিত্রগ্রহণের কাজের সমাপ্তি করা হয়।
ইদ্রাকপুর কেল্লা তথ্যচিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ডালিম রহমান, চিত্রগ্রহণ – ইশতিয়াক শুভ , নিগার হোসেন নাইম, তথ্য সংগ্রহ – রওনক জাহান তানি, কন্ঠ – মাসফিক সিহাব, আবহসংগীত – শিশির রহমান, ফটোগ্রাফী – তুষার রায়, আল মামুন এবং নির্বাহী প্রযোজক – নুসরাত জাহান পনি।
সংযোজন, বিয়োজনের পর নতুনরুপে তথ্যচিত্রটি আগামী ৫ এপ্রিল YouTube চ্যানেলে প্রকাশ করা হবে।
তথ্যচিত্রটি দেখতে ভিজিট করুন – www.youtube.com/dalimstudio
Be the first to comment on "মুন্সীগঞ্জে ইদ্রাকপুর কেল্লা নিয়ে ডকুমেন্টারী নির্মাণ করলেন ডালিম রহমান"