শিরোনাম

এক রজনী মিরাজ খানি — মাহবুব আলম জয়

 

মাওলার সনে জাত মিলনে

নবী গেলেন মিরাজেতে

নুরিল্লাহতে আল্লাহ মিলে

সকল কিছুর শ্রেষ্ঠ নবী,

আঠার হাজার মাখলুকাতে।

 

এক রাতে নবী গেলেন

জেরুজালেম মসজিদুল আকসায়

আল্লাহর অনেক কুদরতে,

ফরমান আছে পাক কোরআন খানায়।

 

জগৎ স্বামী সবচেয়ে দামি

করেন কাদামাটি হতে সৃষ্টি মানুষ

বংশ বিস্তার করে তুচ্ছ তরল নির্যাস থেকে,

পরম প্রভু,পারেন সবই-

 

এক রজনী মিরাজ খানি

সাতাশ বছর হয় ইশারায়

মিরাজ নয় স্বপনে ধ্যানে

মিরাজ হয় স্ব-শরীরে।

 

 

 

Be the first to comment on "এক রজনী মিরাজ খানি — মাহবুব আলম জয়"

Leave a comment

Your email address will not be published.


*