স্টাফ রিপোর্টার: সংগঠক ও সমাজ সেবক ডা: নাজমুল হাসান রন্টিকে তরুণ লেখক মাহবুব আলম জয়ের বই প্রদান করা হয়েছে। মুন্সীগঞ্জের কৃতিনমাদের কীর্তিগাঁথা এই বইটি প্রদান করা হয়। ডা: নাজমুল হাসান রন্টি মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা গ্রামের কৃতি সন্তান। চিকিৎসা বিভাগে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বই প্রদান আরো উপস্থিত ছিলেন তরুণ গল্পকার রমজান মাহমুদ।
Be the first to comment on "ডা: নাজমুল হাসান রন্টিকে মাহবুব আলম জয়ের বই প্রদান"