স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহে দেশাত্মবোধক সংগীতে ঢাকা বিভাগে প্রথম হয়েছেন মিশকাত জাহান মিম। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রবিবার সকাল ১০ টায় ঢাকা আজীম্পুর গারর্লস স্কুল এন্ড কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই আয়োজন করে।
দেশাত্মবোধক এ প্রথম স্থান ছাড়াও ঢাকা বিভাগ নজরুল সংগীতে ২য় স্থান এবং উচ্চাঙ্গসংগীতে ২য় স্থান অর্জন করেছে মিম। সে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগীতের শিক্ষার্থী। তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোখলেছা হিলালী, মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মো: সাব্বির হোসাইন জাকির ও মুন্সীগঞ্জ শিশু সংসদের সভাপতি মাহবুব আলম জয় প্রমুখ।
I’m can this girl 👧