মো: জসীম উদ্দীন দেওয়ান : উপজেলা নির্বাচনী সহিংসতায় মুন্সীগঞ্জ সদরের দেওয়ানবাজার এলাকায় ফয়সাল ও রিক্সাচালক রুহুল আমিন গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা।
পঞ্চসার ইউপি সদস্য সর্দার রুরেল জানান, রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে তারা রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে যাবার সময় বাজার এলাকায় আসলে নৌকার সমর্থক সরকারী হরগঙ্গা কলেজ ছাত্রলীগ যুগ্মসম্পাদক রিয়াদ মাহমুদ ও পঞ্চসার ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নান্টুসহ বেশ কয়েকজন মিলে তাদের পথ রোধ করে এবং আনারসের সাপোর্ট করায় নান্টু পিস্তল বের করে রিয়াদকে গুলি করার নির্দেশ দেন।
রুবেল মেম্বার পালিয়ে গেলে রিয়াদের গুলি পথচারী প্রবাসী ফয়সাল ও রিক্সাচালক রুহুল আমিনের গায়ে গুলি বিদ্ধ হয়। পুলিশ সুপার জায়েদুল আলমপিপিএম গুলির ঘটনা স্বীকার করলেও, রুবেল মেম্বারের সাথে রিয়াদের ব্যাক্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
Be the first to comment on "মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় দুই পথচারী গুলিবিদ্ধ"