শিরোনাম

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১০

 

চতুর্থ দফার নির্বাচনী প্রচারণার শেষ দিনে উত্তাল হয়ে পড়েছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা। উপজেলার থানা চত্বরে ভাইস চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন বেপারী ও তোফাজ্জল হোসেন তপনের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটলে প্রার্থী জাকির বেপারীসহ উভয় পক্ষের প্রায় ১০ জন কর্মী আহত হয়।

 

এ ঘটনায় তপনের নির্বাচনী ক্যাম্প ও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

 

শুক্রবার জুম্মার নামাজের পর সংঘর্ষের ঘটনা ঘটলেও তার উত্তাপ থাকে দিনভর। এর ফলে সন্ধ্যার আগে থানা এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে পরিস্থিতি অনেকটা শান্ত হয়।

 

শেষ সময়ে সহিংসতার এ ঘটনায় ভোটাররা ভোটকেন্দ্রে যেতে ভয় পাবে বলে মনে করছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন খাঁন লাবুর সমর্থকরা।

—- অবজারভার

Be the first to comment on "মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ১০"

Leave a comment

Your email address will not be published.


*