স্টাফ রিপোর্টার, আলোকিত মুন্সীগঞ্জ : আগামীকাল ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থধাপের উপজেলা পরিষদ নির্বাচন। এতে ফের জনগন তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থী। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ।
শান্তিময় রাজনীতিক হিসেবে পরিচিত এই আওয়ামীলীগ নেতা ৩১ মার্চ জনগনের ভোটে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন টঙ্গীবাড়ির বাসিন্দারা।
বিগত ১০ বছর উপজেলা জুড়ে তার উন্নয়ন কর্মকাণ্ড, ব্যতিক্রমী জনসংযোগ ও সততার কারণে এলাকার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন কাজী ওয়াহিদ। একাধিক আওয়ামীলীগ নেতাকর্মি জানিয়েছেন জনগনের ও তৃণমূল নেতাদের আস্থা অর্জন করেই নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন কাজী ওয়াহিদ।
বিভিন্ন জনের সঙ্গে আলাপে জানা গেছে, জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে অনেক এগিয়ে আছেন ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ।
কাজী ওয়াহিদ বলেন, জনগন শান্তির রাজনীতি চায়। তারা ভোটের দিন তা আবারও প্রমাণ করবেন। আমি বিগত দিনে যে উন্নয়নমূলক কর্মকান্ড কররছি তার রায় ভোটের মাধ্যমে দিবেন টঙ্গীবাড়ি বাসী।
এদিকে ডিআরএজি জরিপের ফলাফলে দেখা গেছে ভোটারদের ৫০ শতাংশ সমর্থন করেন নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদকে। আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ভুতু হালদারকে সমর্থন করেন ৩৪ শতাংশ ভোটার এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের মল্লিককে ১০ শতাংশ ভোটার, ৫ শতাংশ ভোটার উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন। আর ১ শতাংশ ভোটার ভোট দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। ডিআরএজির একজন গবেষক বলেন, আমরা নিরপেক্ষভাবেই এ জরিপ পরিচালনা করেছি। জরিপের জন্য ভোটারদের কাছে প্রার্থীদের তালিকা দিয়েছি। সেই তালিকায় তারা ভোট দিয়েছেন।
Be the first to comment on "কাল নির্বাচন: টঙ্গীবাড়িতে এগিয়ে নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ"