শিরোনাম

সিরাজদিখান বালুচরইউনিয়নে মহিউদ্দিনের নির্বাচনী পথসভা

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভা  অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ থেকে বিকেল পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়ন এর ১ ২ ও ৩ নং ওয়ার্ডের চর গুলগুলিয়া পাইনাচর বেগম বাজার ও চান্দের চর এলাকায় এই পথসভা করেন। পথসভার প্রধান অতিথির ভাষণে উপজেলা আওযামীলী সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য উপস্থিত জনতাকে হাত তুলে সমর্থন জানানোর আহ্বান করেন।হ্যাট্রিক বিজয় সফল করার আহ্বানে এলাকায় গুচ্ছ গুচ্ছ পথসভা জনসভায়  রূপান্তরিত হয়।

 

চর এলাকার সকলে স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে সাড়া দিয়ে নৌকাকে বিজয়ী করার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ আরো বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে নির্বাচিত করতে হবে। নৌকাকে নির্বাচিত করলে দেশ এগিয়ে যায়। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামীতেও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। তাই আপনারা হাত তুলে ওয়াদা করেন আগামীতেও নৌকা মার্কার প্রার্থীদের ভোট দেবেন। বালুচর ইউনিয়ন আওয়ামীলী সভাপতি মোঃ আলেক চাঁন মুন্সীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাজাহান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদে। পথসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও বালুচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর সিদ্দিক,সিরাজদিখান উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদারূবিনা প্রতিদ্বন্দীতায় সিরাজদিখান উপজেলা মহিলা ভাই চেযারম্যান নির্বাচিত এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, রফিকুল ইসলাম বাবুল, তাইজুল ইসলাম পিন্টু,উপজেলা সন্তান কমান্ড সভাপতি মাহমুদুল হাসান ঝন্টুূইউপি সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী।

 

Be the first to comment on "সিরাজদিখান বালুচরইউনিয়নে মহিউদ্দিনের নির্বাচনী পথসভা"

Leave a comment

Your email address will not be published.


*