রোমান রায়: ২৬ মার্চ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবসের দিন একবছর পূর্তি হলো ভক্তদের ভালোবাসায় শিরিন শিলা ফ্যান ক্লাবের।এই দিনে গড়েছিলেন চিত্রনায়িকা শিরিন শিলা’র ভক্তরা ‘শিরিন শিলা ফ্যান ক্লাব’।
তাই একবছর পূর্তিতে গতকাল(২৬মার্চ)রাজধানীর একটি রেস্তোরাঁয় তার ভক্তরা এক বিশাল গেট টুগেদারের আয়োজন করেন।সত্তর হাজারের উপর আছে মেম্বার এই ফ্যান ক্লাবে।এর অনুষ্ঠানের আয়োজনে প্রধান ভূমিকায় ছিলেন শামীম আহমেদ রাজ এবং জাহিদ।
এইদিনে সন্ধ্যায় ভক্তদের ভালোবাসায় সিক্ত হোন নায়িকা শিরিন শিলা।প্রধান অতিথি থেকে তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন,আমি আজ আনন্দিত আমি অভিভূত আমি আমার ভক্তদের কাছে তাদের ভালোবাসার কাছে ঋণী।আমার আজ খুব ভালো লাগছে আমার ভক্তরা আজ আমাকে ভালোবেসে এতো কষ্ট করে শুধু মাত্র আমারই জন্য তারা আসছেন এই জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।আর বিশেষ ভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতো কষ্ট করে এতো সুন্দর করে এই আয়োজন করেছে।আমাকে এমন সুন্দর একটি মূহুর্ত উপহার দেয়ার জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি।আর আপনারা সবাই আমার অনেক অনেক দোয়া করবেন যে আমি এভাবেই যেনো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিরিন শিলা’র ভক্তরা এসেছেন এবং প্রত্যেকই তাকে ফুলেল শুভেচ্ছা জানান সাথে সব ভক্তরা তার সাথে সেলফি তোলেন।’শিরিন শিলা ফ্যান ক্লাব’এর আহ্বায়ক কমিটির প্রধান জাহিদ ও রাজ জানান,তারা প্রতি বছরে এমন দিনে এই ‘শিরিন শিলা ফ্যান ক্লাব’ গেট টুগেদার অনুষ্ঠান করবেন।অনুষ্ঠানে নায়িকা শিরিন শিলা তার একটি সিনেমার গানে ভক্তদের সাথে নেচে অনুষ্ঠানের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেন।অনুষ্ঠানে আগত সকলের জন্য নৈশভোজের ব্যবস্তা করা হয়।এরপর শিরিন শিলা অনুষ্ঠান থেকে সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিলে তারপরই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Be the first to comment on "শিরিন শিলা ফ্যান ক্লাব’এর এক বছর পূর্তিতে ভক্তদের ভালোবাসা"