হাল ধরিবে কে ? বেহাল দরিয়ায়,
ধমকা হাওয়ায় ছিঁড়ে পাল।
জীবন নাও চালাতে বৈঠার,
ভিষনকায় বেসামাল।
নিঠুর চলে গতি, অবুঝ হলেম অতি।
দিক -বিদিক হই, দিশা নাই।
মাঝ দরিয়ায় ভাসি, তীরে কেমনে আসি।
বিধি হীনা পথ কিবা পাই?
ডুবি ডুবি নাও, বিধি করে বাও,
খুশি বিধাতার ইশারায়।
আমি ফের ভাসি, সহসা তীরে আসি,
জীবন যন্ত্রনা গুছে যায়।
ওরে হারামির দল,বাড়াস কোলাহল,
মানব মন ভাঙ্গিস,খবীশের দলে ভিরে।
আমিত্বে মাতিয়া, ইবলিশের পথ পাতিয়া,
বসবাস করিস শয়তানের ঘরে।
জেনে নিস ভাই, কোন লাভ নাই।
ক্ষণস্থায়ী জীবন ধরায়।
অপরাধ মুছে, মানুষ হতে পাছে,
সাদা মনে হাত বাড়ায়।
Be the first to comment on "বিধিহীনা পথ — জসীম উদ্দীন দেওয়ান"