নাজমুল মোল্লা সিরাজদিখান : মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সিরাজদিখান উপজেলার সর্বস্থরের মানুষ। এ উপজেলায় স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
মঙ্গলবার সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী নানা আয়োজনে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশফিকুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
Be the first to comment on "সিরাজদিখানে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন"