স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চেতনায় একাত্তর র্যালি-আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। মুন্সিগঞ্জ শহরস্থিত শিল্পকলা একাডেমী থেকে র্যালি করে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহীদ বেদিতে এক আলোচনায় উপস্থিত মুক্তিযোদ্ধারা একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন। বিকালে চেতনায় একাত্তরের কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়, মিলাদ মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু,বঙ্গবন্ধুর নিহত পরিবারবর্গ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকেন বীরমুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলন, বীরমুক্তিযোদ্ধা আঃ রহিম, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিলন, শাহ আলম মৃধা, কামরুল ইসলাম জাহাঙ্গির, সৌরব আহাম্মেদ জনি, সাওন আহাম্মেদ জুম্মান, রসি সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
Be the first to comment on "মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চেতনায় একাত্তরের আলোচনা"