স্টাফ রিপোর্টার: স্বাধীনতা বাঙালী জাতির অাত্মত্যাগে অর্জিত এক সাফল্যের নাম । এদেশের মানুষ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছেন। তাই আজ বাঙালী জাতি পেয়েছে এক জাতিসত্তা। এক স্বাক্ষাৎকারে সমাজ সেবমূলক সংগঠন বাংলাদেশ শান্ত সংঘের সভাপতি মো: ইয়াসিন শেখ একথা বলেন। তিনি বলেন, স্বাধীনতা পেয়ে আজ আমরা গর্বিত। যাদের অক্লান্ত ত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে সেই সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। সকল মুক্তিযুদ্ধাদের ত্যাগ আমরা ভুলতে পারবো না।
তিনি আরো বলেন, বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে স্বাধীনতা দিবস সহ সকল জাতীয় দিবসগুলো পালন করা হয়ে থাকে। পরবর্তীতে আরো সামাজিক কাজ করতে অঙ্গীকার বদ্ধ থাকবে বাংলাদেশ শান্তি সংঘ।
Be the first to comment on "স্বাধীনতা বাঙালী জাতির অাত্মত্যাগে অর্জিত"