আলোকিত মুন্সীগঞ্জ রিপোর্ট: সৃজনশীল প্রকাশনা শিল্পে বিশেষ অবদানের জন্য কবি সংসদ বাংলাদেশ প্রদত্ত ‘কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার’ ২০১৯ পেয়েছেন সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’ ও শিশুতোষ প্রকাশনা সংস্থা ‘ছোটদের বইপত্র’ এর প্রকাশক মাহবুবুর রহমান বাবু।
বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে প্রখ্যাত শিশুসাহিত্যিক, শিশু সংগঠন ‘চাঁদের হাটের’ প্রতিষ্ঠাতা রফিকুল হক দাদু ভাই এই পুরস্কার তুলে দেন।
কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন রচিত ‘লাল মোরগ’ গ্রন্থ প্রকাশের জন্য তাকে এ পুরস্কার প্রদান করা হয়। ১৯৫৭ সালে বইটি প্রথম প্রকাশিত হয়। বইটির বিশেষ রঙিন সংস্করণ প্রকাশ করেছে ‘ছোটদের বইপত্র’।
ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে কানা বগির ছা…
এ ছড়ার রচয়িতা কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন বাংলা শিশু কিশোর সাহিত্যের অগ্রদূতদের একজন। শিশুদের জন্য তার অজস্র লেখায় সার্থকভাবে উপস্থাপিত হয়েছে দেশপ্রেম, লোক সেবা আর স্বাস্থ্য বিষয়ক প্রস্তাবনা। কবি মঈনুদ্দীনকে বলা হতো শিশু সাহিত্যের যাদুকর।
Be the first to comment on "বাবু পেলেন কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার’"