সিরাজদিখান প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজদিখানে কাবাডি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় উপজেলা ক্রীড়া সংস্থা ও সিরাজদিখান থানা আয়োজনে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দীন আহাম্মেদ ।
আরো উপস্থিত ছিলেন কোলা ইউপি চেয়ারম্যান হাজী মীর লিয়াকত আলী,জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. আবু ছায়েম প্রমুখ । উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক সামসুজ্জামান জারর্মানীর পরিচালনায় সেমী ফাইনালে উপজেলার মালখানাগর, ইছাপুরা, কোলা ও জৈনসার ইউনিয়নের ৪ টি দল প্রতিযোগিতা করেন। প্রথম সেমীফাইনালে ইছাপুরা ইউনিয়ন মালখানাগর ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমীফাইনালে জৈনসার ইউনিয়ন কোলা ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উঠে। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
Be the first to comment on "স্বাধীনতা দিবস উপলক্ষে সিরাজদিখানে কাবাডি খেলা"