শিরোনাম

মুন্সীগঞ্জে সাংস্কৃতিক জোটের ২ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে   সম্মিলিত সাংস্কৃতিক জোটের দুইদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানেরর শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম দিনের অনুষ্ঠান মালায় সংগীত পরিবেশন করেনতাল তরঙ্গ মুন্সীগঞ্জ ও মুন্সীগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি গোষ্ঠী।

 

এ সময়  উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম  হিরু, সংগীত একাডেমি সভাপতি অভিজিৎ দাসব ববি , হরেন্দ্রলাল পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক এড. শাহিন মো: আমানউল্লাহ, সংগীত শিল্পী শিশির রহমান, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী   জাহাঙ্গীর, ,মনিরুজ্জামান শরিফ, সাইফুল আলম স্বপন,জহির আহমেদ ,কামরুল ইসলাম ,রফিকুল ইসলাম বাবু ,আকতারুজজামান আবুল ,আ:মতিন, সোনিয়া হাবিব লাবনী, গোবিন্দ মন্ডল,  শরীফ মাহমুুদ,সুজন মিয়াজী .মজিবুর রহমান বাবুল, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক মো: সাব্বির হোসাইন জাকির, সুদীপ দাস, আল মামুন, মাসফিক সিহাব,জয়া  ও মিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

Be the first to comment on "মুন্সীগঞ্জে সাংস্কৃতিক জোটের ২ দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু"

Leave a comment

Your email address will not be published.


*