স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক কমিটি গঠন ও মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে শিলই ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এ সভাটির আয়োজন করেন। এসময় মানব পাচার প্রতিরোধে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিলই ইউপি চেয়ারম্যান আবুল হাসেম লিটন।
বেসরকারি সংস্থা ওকাপ-এর মুন্সীগঞ্জ ফিল্ড অফিসার ইউজিন ম্রং মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জনসচেতনা মূলক বক্তব্যে বলেন, বিদেশ যাওয়ার সময় প্রতারণার ব্যাপারে আপনাদের সকলকে সচেতন হতে হবে। আপনারা নির্যাতনের শিকার হলে ভয় পাবেন না। আপনাদের অধিকার সুরক্ষার জন্য দেশে আইন রয়েছে। মানব পাচার বিষয়ে আপনারা সচেতন হোন। আইনি সেবা নিন। দালাল বা আত্মীয় যেই হোক না কেনো,কারো মুখের কথায় বিশ্বাস করবেন না। চাকরির চুক্তিপত্র ছাড়া বিদেশ যাবেন না।ফ্রি ভিসায় বিদেশ যাবেন না।কারন ফ্রি ভিসা বলতে কিছু নেই। চাকরির জন্য ভ্রমণ,ওমরা ও ছাত্র ভিসায় বিদেশ যাবেন না।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওকাপের মুন্সীগঞ্জ ফিল্ড অর্গানাইজার মো: তাইজুল ইসলাম শিহাব, কামনুর নাহার, শিলই ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী,আব্দুল হাকিম মাদবর,ফিরোজ আলম বেপারী,ওলিউল্লাহ মোল্লা,রফিক বেপারী,জারফান মাঝি,হাচান বেপারী,আবু হানিফ দেওয়ান,বাসেদ খাঁন, ইউপি সদস্য মমতাজ বেগম,লুৎফা বেগম,মিতু আক্তার প্রমুখ।
Be the first to comment on "মুন্সীগঞ্জের শিলই মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন ও মতবিনিময়"