শিরোনাম

সিরাজদিখানে নৌকাকে বিজয়ী করতে মহিউদ্দিনের জনসভা

সিরাজদিখান প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।   শনিবার সকাল ১০টায় উপজেলার বালুচর ইউনিয়ন ও বিকাল ৪টায় উপজেলার লতব্দী ইউনিন পরিষদ মাঠে জনসমুদ্রে প্রধান অতিথির ভাষণে  উপজেলা আওযামীলী সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ  আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য উপস্থিত জনতাকে হাত তুলে সমর্থন জানানোর আহ্বান করেন।

হ্যাট্রিক বিজয় সফল করার আহ্বানে জনসভার মাঠ ছাপিয়ে পুরো দুই ইউনিয়ন ছড়িয়ে পড়া সকলে স্বতঃস্ফূর্তভাবে হাত তুলে সাড়া দিয়ে নৌকাকে বিজয়ী করার পক্ষে সমর্থন ব্যক্ত করেন। দুই ইউনিয়ন পরিষদ মাঠ ছিল কানায় কানায় ভর্তি। মাঠ উপচে মানুষের ঢল ছিল । প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে নির্বাচিত করতে হবে। নৌকাকে নির্বাচিত করলে দেশ এগিয়ে যায়।  তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামীতেও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।

তাই আপনারা হাত তুলে ওয়াদা করেন আগামীতেও নৌকা মার্কার প্রার্থীদের ভোট দেবেন। বালুচর ইউনিয়ন  আওয়ামীলী সভাপতি মোঃ আলেক চাঁন মুন্সীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাজাহান খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদে।  জনসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক  আলহাজ্ব আবুবক্কর সিদ্দিক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন আহম্মেদ,মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ শ্রমবিষয়ক সম্পাদক সামসুল হক, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন,লতব্দী ইউনিয়ন সাবেক চেযারম্যান হাফেজ ফজলুল হক,মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপিরষদ সাধারন সম্পাদক সুবীর চক্রবর্তী, বিনা প্রতিদ্বন্দীতায় সিরাজদিখান উপজেলা ভাই চেযারম্যান নির্বাচিত মাঈনূল হাসান নাহিদ, বিনা প্রতিদ্বন্দীতায় সিরাজদিখান উপজেলা মহিলা ভাই চেযারম্যান নির্বাচিত  এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, রফিকুল ইসলাম বাবুল, মহসিন হেসেন মন্টু,দিন মোহাম্মদ লালু, গোলাম মোস্তফা সেন্টু, তাইজুল ইসলাম পিন্টু,আরিফ রশিদ, কাউসার আহম্মেদ হীরা,সৈকত মাহমুদ প্রমুখ।

 

 

Be the first to comment on "সিরাজদিখানে নৌকাকে বিজয়ী করতে মহিউদ্দিনের জনসভা"

Leave a comment

Your email address will not be published.


*