টঙ্গীবাড়ি প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় টঙ্গীবাড়ি থানা কম্পাউন্ডে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল ইসলাম পি পি এম বার।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচনে যদি কেউ কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা। নির্বাচনের মাঠে আমরা পর্যাপ্ত পরিমান আনসার পুলিশ প্রশাসন মোতায়েন করবো। আমার শান্তিপূর্ণ নির্বাচন চাই। এসময় তিনি দুই চেয়ারম্যান প্রার্থীদের সহনসীল আচরন ও উস্কানী মূলক বক্তব্য এবং কারো ক্যাম্পে হামলা ও কারো পোস্টার নষ্ট না করার কথা বলেন।
এতে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ শাহ মো: আওলাদ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজদিখান ও টঙ্গীবাড়ি সার্কেল মোঃ আসাদুজ্জামান, মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ লুৎফর রহমান,বর্তমান উপজেলা চেয়রম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জগলুল হাওলাদার ভুতু,মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যডভোকেট নাসিমা আক্তার,ভাইস চেয়ারম্যান প্রার্থী নাহিদ খাঁন,নবীন কুমার রায়,বেতকা ইউপি চেয়ারম্যান আলম শিকদার বাচ্চু,আব্দুল্লাহ পুর ইউপি চেয়ারম্যান আঃ রহিম,সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি,আউটশাহী ইউপি চেয়ারম্যান লিটন ঢালী,কে শিমুলিয়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন বেপারী প্রমুখ।
Be the first to comment on "টঙ্গীবাড়ি থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত"