শিরোনাম

অভিনেতা মিজানুর রহমান শাহীন না ফেরার দেশে

জাকির হোসেন সুমন  :  আমেরিকাতে বসবাসরত সাংস্কৃতিক ব্যক্তিত্ব  ৮০ র দশকের মঞ্চ ও  টেলিভিশন অভিনেতা  ঢাকা পদাতিক এর সাবেক নাট্যকর্মী  মিজানুর রহমান শাহীন ২১ শে মার্চ ক্যসালিফোর্নিয়া সময় সকাল ১১ টায়  ক্যালিফোর্নিয়া য় চিকিৎসাধীন অবস্থায়  শেষ নিশ্বাস ত্যাগ করেন।     মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ( ৬০ )  বছর।  মৃত্যু কালে মিজানুর রহমান শাহীন  মা ,  ছোট বোন,  স্ত্রী ,  তিন পুএ সহ আত্মীয় স্বজন রেখে গেছেন।  মিজানুর রহমান শাহীন মুন্সীগন্জ জেলার শ্রীনগর উপজেলার মাশুরগাঁও গ্রামের ( ঢালী বাড়ী)র অবসরপ্রাপ্ত  সহকারী পুলিশ সুপার মরহুম  ফজলুর রহমান এর একমাত্র পুত্র ও অতিরিক্ত পুলিশ সুপার  আব্দুল মান্নান নান্নুর ভাতীজা ,  স্বনামধন্য  চলচিত্র পরিচালক সোহানুর রহমান সোহান এর ছোট বোন জামাই ও ইতালীতে কর্মরত সাংবাদিক জাকির হোসেন সুমন এর ফুপাতো ভাই ।

৮০ দশকের এ অভিনেতা  ১৯৮৯ সালে আমেরিকা র ক্যালিফোর্নিয়া  তে পারি জমান স্বপরিবারে। আমেরিকাতে ত তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের সাথে সম্পৃক্ত  ছিলেন।  এছাড়া ও ক্যালিফোর্নিয়া স্টট আওয়ামীলীগ  এর সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।   মিজানুর রহমান শাহীনের অকাল মৃত্যু তে দেশে ও বিদেশে শোজের ছায়া নেমে এসেছে।  বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এন্জেলেস ,  অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ,  বাংলা প্রেস ক্লাব ইতালী ,  সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগন্জ ,  ও ঢাকা পদাতিকের নাট্যকর্মীরা ফেসবুকের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তোক্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  পারিবারিক সূত্রে জানা গিয়েছে মিজানুর রহমান শাহীনকে ক্যালিফোর্নিয়া নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

Be the first to comment on "অভিনেতা মিজানুর রহমান শাহীন না ফেরার দেশে"

Leave a comment

Your email address will not be published.


*