শিরোনাম

সিরাজদিখানে মাদক বিরোধী ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

নাজমুল মোল্লা, সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে খাসমহল বালুচর পঞ্চায়তে কমিটির উদ্দেগ্যে আনন্দ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা। উক্ত খেলা অদ্যকার সময় বেলা ৪.০০ ঘটিকায় নতুন ভাষানচর জনতা সংঘ “বনাম’’ খাসমহল বালুচর ফুটবল ক্লাব ( কে.বি.এফ.সি)।

খাসমহল বালুচর উচ্চবিদ্যালয় মাঠ প্রঙ্গনে খাসমহল বালুচর পঞ্চায়েত কমিটির সভাপতি  রফিকুল ইসলাম (বাবুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নতুন ভাষানচর জনতা সংঘকে ৮ গোলে হারিয়ে খাসমহল বালুচর ফুটবল ক্লাব ( কে.বি.এফ.সি) চ্যম্পিয়ান হয়ে খাসমহল বালুচর পঞ্চায়েত কমিটির কাছ থেকে পুরুস্কার গ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সহসভাপতি মোঃ জাকির হোসেন, জয়েন্ট সেক্রেটারী বোরহান উদ্দিন, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলেক চাঁন মুন্সী, লতব্দী ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও  ৮নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন,  ইঞ্জিনিয়ার রুহুর আমিন , বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আওলাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম,  মফিজুল ইসলাম মাষ্টার, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলেক চাঁন মুন্সী, বালুচর আওয়ামীগ নেতা মোঃ আলমগীর বাউল, বালুচর ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগ সভাপতি আবুবকর সিদ্দিক (মন্টু), রুকুল মীর,জাকির হোসেন মোল্লা,ইসমাইল মোল্লা, লুৎফর রহমান সোহেল,  ,লতব্দী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মীর মাজাহারুল ইসলাম প্রমুখ।

 

 

 

Be the first to comment on "সিরাজদিখানে মাদক বিরোধী ফাইনাল ফুটবল টুর্নামেন্ট"

Leave a comment

Your email address will not be published.


*