মাহবুব আলম জয় : সদরের বজ্রযোগিনীতে সোমপাড়া ইসলামিয়া বায়তুল আমান জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় এই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা মো: আনিছ উজ্জামান আনিছ। এ সময় তিনি মসজিদ নির্মাণ সমাপ্ত করার লক্ষ্যে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোমপাড়া ইসলামিয়া বায়তুল আমান জামে মসজিদের সভাপতি মো: রুহুল আমিন সবুজ, মুক্তিযুদ্ধা মো: আব্দুর রব, মো: লিটন মিয়া, মাওলানা দেলোয়ার হোসেন সাইফি, মো: নাসিরউদ্দিন, সাবেক ইউপি সদস্য মো: আক্তার হোসেন, ইউপি সদস্য দুলাল হোসেন,মো: জয়নাল মিয়া প্রমুখ।
মসজিদের সভাপতি বলেন, মসজিদটি আধুনিকতার আদলে নির্মাণের জন্য অনেক অর্থের প্রয়োজন। ধর্নাঢ্যদের সহায়তা পেলে কাজটি দ্রুত সমাপ্ত করা যাবে।
Be the first to comment on "বজ্রযোগিনীতে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন"