স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলায় পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলায় ছাত্রসহ ৬ হন আহত হয়েছেন । গত সোমবার রাত সাড়ে ১০ টায় উপজেলার জশলং ইউনিয়নের পুরা গ্রামের বিপ্লব গংয়ের হামলায় শান্ত (৩৭), উত্তম কুমার দাস (৩০), স্কুল পড়ুয়া ছাত্র অভিজিৎ (১৫), সীমা রাণী দাস (৪৫), সাথী রাণী দাস (২৭) ও শিখা রাণী দাস (৪৬) আহত হয় বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
উত্তম কুমার দাস বলেন, রাত সাড়ে ১০ টায় বিপ্লব আমাদের বাড়ি এসে শান্ত ভাইকে ডাকা ডাকি শুরু করলে আমরা ঘর থেকে বের হলে বিপ্লব গং আমাদের উপর ধারালো দা, লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়।
অভিযুক্ত বিপ্লব জানান, আমাদের গ্রামের একটি বিষয়ে তাদের সাথে ঝামেলা ছিল। রাতে শান্ত আমারে বকা ঝকা ও ঘুষি দেয়। পরে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
এই বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, এই ঘটনায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Be the first to comment on "টঙ্গীবাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলায় ছাত্রসহ আহত ৬"