স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির মো: শাহাবুদ্দিন শেখ (৫০) আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনাগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আছর রামশিং ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।।
এ সময় জানাজা নামাজে অংশ নেয় মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দিন আহমেদ। উপস্থিত হয়ে সমবেদনা জানান মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড. মৃণাল কান্তি দাস। এছাড়াও অন্যদের মধ্যে জানাজা নামাজে অংশ নেয় সদর উপজেলা চেয়ারম্যান মো: আনিছ উজ্জামান আনিছ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: শেখ লুৎফর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মো: জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মো: মাহতাবউদ্দিন কল্লোল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. গোলাম মাওলা তপন, বজ্রযোগিনী ইউপি প্যানেল চেয়ারম্যান মো: নান্নু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সাইফুল ইসলাম রনি, সাধানন সম্পাদক সানী ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য গত জাতীয় সংসদ নির্বাচনের দিন দুপুর ১২ টায় আটপাড়া গ্রামে নির্বাচন পর্যবেক্ষনে গেলে বজ্রযোগিনীতে বিনএনপির নেতাকর্মিরা তার উপর হামলা চালায়। এর পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।।
Be the first to comment on "আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন শেখের দাফন সম্পন্ন"