স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের নির্মমতায় খুন হওয়া মুন্সীগঞ্জ সদর উপজেলার গোয়ালঘুর্নি এলাকার মো: শাকিল হাসান (২২) এর জানাজা নামাজে সহ্রসাধিক মানুষের ঢল নামে। মঙ্গবার রাত পনে ১২ টায় দক্ষিন গোয়ালঘুর্নি শাহী জামে মসজিদে তার জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় ।
এর আগে তার গ্রামে রাত সাড়ে ১১ টায় মরদেহের আসলে কয়েক হাজার নারী পুরুষদের ভীড় জমে। আদরের পুত্রের প্রবাসে মৃত্যুর সংবাদ পেয়ে কষ্ট বুকে নিয়ে মঙ্গবার দেশে আসেন সৌদি প্রবাসী বাবা মো: খলিল মিয়া। শাকিলের লাশ বাসায় এলে তার মায়ের কান্নায় ভারি হয়ে উঠে আকাশ বাতাস।
উল্লেখ্য গত ১৫ মার্চ শুক্রবার বাংলাদেশ সময় দিবা গতরাত ১ টায় আফ্রিকান সন্ত্রাসীরা তাকে কুপিয়ে খুন করে। শাকিল দুই ভাইয়ের মধ্যে বড়। শাকিলের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
Be the first to comment on "দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া শাকিলের জানাজায় মানুষের ঢল"