প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে, আকাশে তীব্র হাওয়ার সাথে মিতালী জলরাশি।
কে কোথায় আছে ভিত স্বজনরা বসি।
ঘুমহীন চোখ দুটো, মনে ভয়ের আঁচর দাগ কাটে,
দয়াময় নন্দিত থাকুক এই বাটে।
গগন চুমুক সুবাতাসের আলিঙ্গনে,
শত অপয়া পবনে সুখ নাহি ভাঙ্গনে।
প্রিয়ার প্রতীক্ষার রাতে, মিলাক স্বপ্ন তাতে।
যাক ঝড়ো গতির ঝড়, সুখে হেন মাতে।
ভয়হীন বজ্র স্বর, আপত পথে সুপথের রথে,
আমা স্বজন নাইবা সরুক, আমা জীবন হতে।
Be the first to comment on "জসীম উদ্দীন দেওয়ানের কবিতা ঝড়"