শিরোনাম

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী  ও শিশু দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে একটি  র‌্যালি বের হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বণার্ঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।সেখানে শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় প্রশাসন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনীতিকগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানান। পরে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  এ্যাড মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম বার,  সরকারি হরগঙ্গা কলজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান,সিভিল সার্জন ডাঃ সুমন কুমার বণিক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহা: হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক আহম্মেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী,  পিপি আব্দুল মতিন, দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, স্পেশাল পিপি মো: লাবলু মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, কালচারাল অফিসার মোখলেছা হিলালী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

Be the first to comment on "মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মবার্ষিকী পালিত"

Leave a comment

Your email address will not be published.


*