স্টাফ রিপোর্টার,আলোকিত মুন্সীগঞ্জ : ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে মাত্র চার মাস আগে সাউথ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন মুন্সীগঞ্জে সদর উপজেলার দক্ষিন রামগোপালপুর গ্রামের মো: খলিল মিয়ার পুত্র মো: শাকিল হাসান (২২)। কিন্তু ভাগ্য তার সহায়ক হলো না সেখানে আফ্রিকান সন্ত্রাসীদের হাতে খুন হতে হলো তাকে।
গত ১৫ মার্চ শুক্রবার বাংলাদেশী সময় রাত ১ টায় আফ্রিকান সন্ত্রাসীরা তাকে কুপিয়ে খুন করে। শাকিল দুই ভাইয়ের মধ্যে বড়। মা- বাবার কথা চিন্তা করে নিজের ভাগ্যোন্নয়নের জন্য বিদেশ গিয়েছিল সে। কিন্তু সে কি জানত এদেশেই তাকে লাশ হয়ে ফিরতে হবে।
শাকিলের খালাতো ভাই মো: আরিফুর রহমান অপু জানান, সাইথ আফ্রিকায় শাকিল আফ্রিকান সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছে। তার মরদেহ দেশে আনার পক্রিয়া চলছে।
এদিকে প্রবাসে শাকিল খুন হয়েছে জেনে তার পরিবারে বইছে শোকের ছায়া। তার বন্ধু বান্ধব স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দু:খের স্ট্যাটাস দিয়ে দিয়ে প্রবাসী শাকিলের মাগফেরাত কামনা করেন।
Be the first to comment on "সন্ত্রাসীদের হাতে মুন্সীগঞ্জের শাকিল খুন হলো সাউথ আফ্রিকায়"