শিরোনাম

সিরাজদিখানে ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

সিরাজদিখান  প্রতিনিধি: সিরাজদিখান উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন মানববন্ধন করেছে। ১১ তম গ্রেডে বেতন স্কেল নির্ধারনের দাবিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের আয়োজনে বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে ৩ শতাধিক শিক্ষক অংশ গ্রহণ করেন।

 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন প্রধান শিক্ষকদের পরের ধাপে ১১তম গ্রেডে সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারন করতে হবে। আমাদের এ যৌক্তিক দাবি সরকারের মানতে হবে, অন্যথায় আমাদের দাবি আদায়ে আরো কঠোর আন্দোলন করা হবে।

সিরাজদিখান শিক্ষক সমাজের সভাপতি গয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোবারক হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামাল হোসেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মামুন দিদার, মো. মিজানুর রহমান, রোকসানা বেগম কেয়া, ইমরান ভুইয়া, আব্দুল কাদের মৃধা, রোকসান আক্তার, আব্দুল মান্নান শেখ, সুমন মিয়া, আবুল হাসনাত, তরিকুল ইসলাম, জাহাঙ্গির মোল্লা, অভিজিৎ দাস পাভেল, মো. হানিফ, আলাউদ্দিন, মরিয়ম মালা প্রমুখ।

Be the first to comment on "সিরাজদিখানে ১১তম গ্রেডে বেতন প্রদানের দাবিতে শিক্ষকদের মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*