শিরোনাম

শিক্ষার্থীদের সাথে সন্ত্রাস,মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ

শিক্ষার্থীদের সাথে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান।

স্টাফ রিপোর্টার: সদরের রামপালে বছিরননেছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাদক-সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ ও ইভটিজিং বিরোধী সমাবেশ  হয়েছে । এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান।

 

শিক্ষার্থীদের সাথে মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খন্দকার আশফাকুজ্জামান।

এ সময় তিনি বলেন, আজকের এই শিক্ষার্থীরাই আমাদের দেশকে গড়ে তুলবেন। তাই এখন থেকেই নিজেকে গড়ে তুলতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।  আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক মুক্ত সমাজের বিকল্প নেই। এ সময় তিনি কোন শিক্ষার্থী বাল্য বিবাহ ও ইভটিংয়ের শিকার হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর কথা বলেন।

 

এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় মুন্সীগঞ্জ সদর সদর থানার ওসি মো: আলমগীর হোসাইন, হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: আমিনুল ইসলাম,  রামপাল ইউপি চেয়ারম্যান হাজী মো: বাচ্চু শেখ,  প্রধান শিক্ষক মো: মঞ্জুর মোর্শেদ, মুক্তিযুদ্ধা নুরুল হুদা, মো: সামাদ কবির, আ: রব, সংগঠক শেখ মনিরুজ্জামান রিপন, কাজী আসাদুজ্জামান লিপু, মো: রুহুল আমিন,শিমু আক্তার প্রমুখ।

Be the first to comment on "শিক্ষার্থীদের সাথে সন্ত্রাস,মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*