শিরোনাম

ডা.মো: জুলহাস এর ১৪ তম মৃত্যু বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার :  আওয়ামীলীগ নেতা ডা. মো: জুলহাস এর ১৪তম মৃত্যু বার্ষিকী আজ ১৪ মার্চ।

 

তিনি মুন্সীগঞ্জের ন্যাপের সভাপতি ছিলেন। তার কন্যা আওয়ামীলীগ নেত্রী  শিউলি শবনম জানান বৃহস্পতিবার  তার দরগাহবাড়িস্থ তেলিরবিল গ্রামে তার বাবার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।  ডা. জুলহাস বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। ডা: পুত্র মো: আওলাদ হোসেন কাজল পঞ্চসার ইউনিঢন আওয়ামীলীগের সহ-সভাপতি.।তার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

 

Be the first to comment on "ডা.মো: জুলহাস এর ১৪ তম মৃত্যু বার্ষিকী আজ"

Leave a comment

Your email address will not be published.


*