সিরাজদিখান প্রতিনিধিঃ বাসে শিক্ষার্থী ও যাত্রী উঠানোর দাবিতে ঢাকা মাওয়া মাহা সড়কের লক্ষিবিলাস নামক স্থানে অবস্থান নেয় এলাকার শতাধিক নারী পুরুষ। মঙ্গলবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসীরা। এসময় ঢাকা মাওয়া মহাসড়কে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এলাকাবাসীর দাবি প্রতিটি বাসে কম পক্ষে পাঁচজন যাত্রী নিতে হবে এবং এলাকার শিক্ষার্থীদের সব বসে নিতে হবে। পরবর্তিতে বাস চলকরা প্রতিশ্রুতি দিলে এলাকাবাসী রাস্তা থেকে সরে যায় ও যান চলাচল স্বাভাবিক হয়।
কেয়াইন ইউনিয়ন যুবমহিলালীগের যুগ্ম আহবায়ক খালেদা বেগম লিজা জানান হাসারা ও নিমতলার মাঝখানে আমাদের লক্ষিবিলাস গ্রাম এই গ্রামে প্রায় সাত হাজার লোকের বসবাস।
যাতায়াতের মাধ্যম পথ আমাদের ঢাকা মাওয়া মহাসড়ক, হাইওয়েতে ৩ চাকার গাড়ি চলতে না দেয়ায় এলাকাবসীর একমাত্র যাতায়াতের মাধ্যম বাস। কিন্তু লক্ষিবিলাস মোর থেকে কোন বাস তাদের উঠায় না ফলে শ্রমজীবি, শিক্ষার্থীসহ এলাকাবাসী পড়েছে চরম ভোগান্তিতে।
এছাড়া এলাকাবাসীরা জানান বাসগুলো আমাদের উঠায় না যদিও কোন বাস উঠায় তবে তারা দিগুন ভাড়া নিয়ে থাকে আমরা সঠিক সময়ে কাজে যেতে পারি না, শিক্ষার্থীরা সময় মত বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। এবং গতকাল একজন শিক্ষার্থীর টেষ্ট পরিক্ষা ছিল কিন্তু কোন বাস তাকে উঠায়নি সে পরিক্ষাটি দিতে পারেনি তাই তারা এ ভোগান্তির সুষ্ঠ প্রতিকারের দাবী জানান।
এ সময় এলাকা বাসী সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি কামনা করেন।
Be the first to comment on "সিরাজদিখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেন এলাকাবাসী"