সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরীক সুস্থতা কামনায় দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বাহেরকুচি গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও বাহেরকুচি কবরস্থান কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি ও আমাদের অধিকারপত্রের সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ।
প্রধান বক্তা ও মোনাজাত করেন ঢাকা কলওয়াপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি মুজ্জামিল ফারুক কাশেম।
আলহাজ¦ আল্লামা আব্দুর রউফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাক্তিগত সহকারি এম. ডি সুমন, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান, বিশেষ বক্তা ছিলেন, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা সিরাজুল ইসলাম বিক্রমপুরী, মাওলানা আমজাদ হোসেন প্রমুখ।
Be the first to comment on "সিরাজদিখানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া"