শিরোনাম

মুন্সীগঞ্জে ১১তম গ্রেডে বেতনের দাবীতে শিক্ষকদের মানব বন্ধন

স্টাফ রিপোর্টার: জাতীয় কাঠামোর ১১তম গ্রেডে বেতন ভাতার দাবি জানিয়েছে মানববন্ধন কর্মসূচি করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুন্সীগঞ্জের সহকারী শিক্ষকরা। মঙ্গলবার (১২ মার্চ) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সদর উপজেলার সকল সরকারি প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষকগণ।

মানববন্ধন কর্মসূচিতে সহকারী শিক্ষকদের ১১তম বেতন গ্রেডের যৌক্তিকতা ও ন্যায্যতা নিয়ে বক্তব্য রাখেন শিক্ষক নেতারা।

এসময় মানববন্ধনে, মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি পূরণে প্রধান শিক্ষকের ঠিক পরের ধাপে ১১তম গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন ভাতা দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা।

এতে মানববন্ধনে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ সহকারি শিক্ষক সমিতির সভাপতি লিটন হোসেন, সাধারণ সম্পাদক তানজীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক আ: হালিম প্রমুখ।

Be the first to comment on "মুন্সীগঞ্জে ১১তম গ্রেডে বেতনের দাবীতে শিক্ষকদের মানব বন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*